আজব দেশে আজব খবর
লিখেছেন লিখেছেন মিষ্টার আলিফ ১৬ এপ্রিল, ২০১৩, ০৫:১৫:৪৪ বিকাল
সরকার আমার দেশ প্রকাশে কোন প্রকার বাধা কিংবা আমার দেশ বন্ধ করেনি,সত্যি সেলুকাস। এই বানীটি শুনে মনে হলো-সর্বশেষ স্বাধীন বাংলাদেশের তথ্যমন্ত্রী একেইবারে আনবিক বোমা ফাটালেন। তিনি মাশাআল্লাহ একজরাশীর্ণ সংবাদ সম্মেলনে নীর্ভিক সাংবাদিক মাহমুদুর রহমানের গ্রেফতারে কোন প্রকার দুঃখ কিংবা আফসোস না করে তরতাজা মনে প্রকাশ করলেন,দৈনিক আমার দেশ পত্রিকা সরকার বন্ধ করেনি। সত্যি সেলুকাস।তাহলে আমরা কি ভাববো মাহমুদুর রহমান গ্রেফতারের কারনে আমার দেশ আপনা আপনি বন্ধ হয়ে গেছে। বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় একটি পত্রিকা আপনিতে বন্ধ হয়ে গেছে?।এখন ভাবছি কাকে দোষ দেব?আমি আমার দেশ পড়তে না পারার কারনে কাকে দোষ দেব?যাইহোক তবে আমি সিন্ধান্তে আসতে পারলাম যে অন্তত সরকারে কোন এজেন্সির কথা আমি আশা হত হলাম। তবে আজব দেশে আজব খবর বটে।
বিষয়: বিবিধ
১৬৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন